নাজির আহমেদ আল-আমিন, ভৈরব (কিশোরগঞ্জ)
কিশোরগঞ্জের ভৈরবে বিপুল পরিমাণে গাঁজা ও ফেনসিডিলসহ শাহাদাত মিয়া (৩০) ও উজ্জল মিয়া ওরফে বাঘা (৪০) নামে দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৪। বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব র্যাব ক্যাম্পে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের।
রবিবার (১০ এপ্রিল) ভোর রাতে পৌর শহরের আমলাপাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটকৃত শাহাদাত আমলাপাড়া এলাকার মৃত জজ মিয়ার ছেলে ও একই এলাকার উজ্জ্বল মিয়া ওরফে বাঘা মৃত জসিম মিয়ার ছেলে।
দুপুরে সংবাদ সম্মেলনে ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব পৌর শহরের আমলাপাড়া বালুর মাঠ সংলগ্ন পাভেল মিয়ার বাড়ির পূর্ব পাশের ৪ নম্বর রুমে অভিযান পরিচালনা করে মাদক কারবারি মো.শাহাদাত মিয়া (৩০) ও আমলাপাড়া বিদ্যুৎ অফিস মোড়ের আল-আমিনের বাড়ির পূর্ব পাশের হাফ বিল্ডিং ঘরের ১ম কক্ষে অভিযান পরিচালনা করে মাদক কারবারি মো.উজ্জল মিয়া ওরফে বাঘা (৪০)কে আটক করা হয়।
এ সময় আসামি শাহাদাতের দখল থেকে ৬৬৭ বোতল মাদকদ্রব্য ফেনসিডিল ও ১০২ কেজি গাঁজা এবং মাদকদ্রব্য বিক্রয়ের নগদ ২৪০০০ টাকা উদ্ধার করে জব্দ করা হয়। অপর আসামি উজ্জল মিয়ার দখল থেকে ৫৩.৫ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।
আরও পড়ুন: ৩০ কেজি গাঁজা ও ফেনসিডিলসহ আটক ৭
তিনি আরও জানান, উক্ত আসামিরা দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ফেনসিডিল ও গাঁজা সংগ্রহ করে উক্ত রুমে সংরক্ষণ করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করতো বলে স্বীকার করেছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলেও জানান তিনি।
ওডি/এমকেএইচ
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড