• মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ১৯ আশ্বিন ১৪৩০  |   ২৭ °সে
  • বেটা ভার্সন

সর্বশেষ :

sonargao

৩০ কেজি গাঁজা ও ফেনসিডিলসহ আটক ৭

  মোঃ আকাশ, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)

১০ এপ্রিল ২০২২, ১৬:৪৪
৩০ কেজি গাঁজা ও ফেনসিডিলসহ আটক ৭
র‌্যাবের অভিযানে নারীসহ আটক মাদক ব্যবসায়ী (ছবি: অধিকার)

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ পৃথক অভিযান পরিচালনা করে ৩০ কেজি গাঁজা ও ১১০ বোতল ফেনসিডিলসহ সাত মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১। এ সময় আটককৃতদের থেকে মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ১টি মাইক্রোবাস বিভিন্ন মডেলের ৭টি মোবাইল ফোন, মাদক বিক্রির নগদ ৯৩১৫ টাকা জব্দ করা হয়েছে।

রবিবার (১০ এপ্রিল) সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র‌্যাব-১১ এর সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে রবিবার (১০ এপ্রিল) ভোরে সিদ্ধিরগঞ্জে ৩টি পৃথক অভিযান পরিচালনা করে তাদের আটক করে র‌্যাব।

আটককৃতরা হলো, কুমিল্লা জেলার মোঃ ফুল মিয়ার ছেলে মোঃ হাসান মিয়া (২৭), মোবারক হোসেনের ছেলে মোঃ জহির ইসলাম (৩৫) মোঃ জুয়েলের স্ত্রী মোছাঃ জরিনা (৩৫) মোঃ জয়নালের স্ত্রী মোছাঃ শরিফা (২৮) মোঃ কবিরের ছেলে মোঃ সোহাগ রানা (২৬) মোঃ মসজিদের ছেলে মোঃ সাব্বির হোসেন (২১) মৃত বেলায়েত হোসেনের ছেলে মোঃ ফারুক হোসেন (২৮)।

আরও পড়ুন: পুলিশের সহযোগিতায় ঘর পেলেন বিধবা বিমলা

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, মাদক ব্যবসায়ীরা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য বিভিন্ন অভিনব কৌশল অবলম্বন করে মাদক পরিবহন করে নিয়ে এসে ঢাকা নারায়ণগঞ্জসহ আশপাশের জেলায় সরবরাহ করে আসছিল। তারা মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানানো হয়।

ওডি/এমকেএইচ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড