মো. আকাশ, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ২৫ বোতল ফেনসিডিল ও ১৪.৫ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)। এ সময় আটককৃতের ব্যাগ তল্লাশি করে মাদকের কাজে ব্যবহৃত ৪টি মোবাইল ও ১৩৬৫ টাকা জব্দ করা হয়।
রবিবার (১০ এপ্রিল) র্যাব-৩’র অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে রবিবার (১০ এপ্রিল) সকালে সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- কুমিল্লার চৌদ্দগ্রাম থানার মো. মমিন (২৯), নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার শিমুলপাড়া এলাকার মো. সোহেল (২৫) এবং একই জেলার একই থানার মো. কেরামত আলী হিরা।
আরও পড়ুন : সীমান্তে ৭ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক
র্যাব জানায়, আটককৃত আসামিরা কুমিল্লা থেকে ফেনসিডিল ও গাঁজা নিয়ে আসছিল। আমরা গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে অভিযানটি পরিচালনা করে তাদের আটক করি। তারা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সাথে জড়িত। মাদক কারবারের সক্রিয় সদস্যও তারা। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
ওডি/এএম
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড