কামাল হোসেন, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ ও চকপাড়া সীমান্তে অভিযান চালিয়ে ২১ লাখ ১ হাজার ৮শ টাকা মূল্যের ৭ হাজার ৬ পিস ইয়াবাসহ আব্দুল কুদ্দুস নামে এক যুবককে আটক করেছে বিজিবি। আটক যুবক উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের নামোচকপাড়ার মোল্লাটোলা গ্রামের একবর আলীর ছেলে।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাতে নামোচকপাড়া ও বাটুলপাড়া এলাকায় পৃথক অভিযান চালায় বিজিবি সদস্যরা।
৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আমীর হোসেন মোল্লা জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাবিলদার সেলিম পারভেজের নেতৃত্বে সোনামসজিদ বিওপির টহল দল রাতে বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের নামোচকপাড়ার মোন্নাটোলা গ্রামে অভিযান চালিয়ে ৫ হাজার ২শ পিস ইয়াবাসহ কুদ্দুসকে আটক করে। যার আনুমানিক মূল্য ১৫ লাখ ৬০ হাজার টাকা।
আরও পড়ুন : টিসিবির ট্রাক থেকে পণ্য ছিনতাই
এদিকে চকপাড়া বিওপির নায়েব সুবেদার নুরুল ইসলামের নেতৃত্বে বাটুলপাড়া এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগ তল্লাশি করে ১ হাজার ৮০৬ পিস ইয়াবা জব্দ করে। যার আনুমানিক মূল্য ৫ লাখ ৪১ হাজার ৮শ টাকা।
ওডি/এএম
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড