নিজস্ব প্রতিবেদক
দীর্ঘ সাত বছর পর নতুন কমিটি পেল ফেনী জেলা ছাত্রলীগ। দীর্ঘদিন পর কমিটি হওয়ায় উচ্ছ্বসিত ফেনী জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা।
সোমবার (৪ এপ্রিল) বিকালে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তোফায়েল আহমেদ তপুকে সভাপতি এবং মো. নুর করিম জাবেদকে সাধারণ সম্পাদক করে ফেনী জেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয় আগামী এক বছরের জন্য নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
সভাপতি তোফায়েল আহমেদ তপু এর আগে ফেনী জেলা ছাত্রলীগের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউনিট ফেনী সরকারি কলেজ ছাত্রলীগের সদ্য সাবেক কমিটির সভাপতি ও কলেজ ছাত্র সংসদের ভিপি (সহ-সভাপতি) ছিলেন। তপুর বাড়ি ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নে। সাধারণ সম্পাদক মো. নুর করিম জাবেদ ফেনী সরকারি কলেজের সদ্য সাবেক কমিটির সিনিয়র সহ-সভাপতি ও কলেজ ছাত্র সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ছিলেন।
এর আগে গত ২৮ মার্চ মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ফেনী জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্তি ঘোষণা করেন কেন্দ্রীয় ছাত্রলীগ। বিদায়ী কমিটির সভাপতি ছিলেন এস এম সালাহ উদ্দিন ফিরোজ এবং সাধারণ সম্পাদক ছিলেন জাভেদ হায়দায় জর্জ। ২০১৫ সালে কাউন্সিলের মাধ্যমে তারা নির্বাচিত হয়ে ২০২২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।
ওডি/ইমা
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড