সারাদেশ ডেস্ক
মৌলভীবাজারে প্রাইভেট কার ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে দুইজন। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা গাড়ি দুটি উদ্ধার করেছেন।
রবিবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় রাজনগর উপজেলার সদর ইউনিয়নের নন্দীউড়া এলাকায় মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। রাজনগর থানার ওসি (তদন্ত) ফরিদ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
নিহতের নাম জাকির হোসেন (৪০)। তিনি কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের ঘোড়ামারা গ্রামের আব্দুস শহীদের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিলেট থেকে আসা প্রাইভেট কারের (ঢাকা মেট্রো খ- ১২-০৭৭৯) সঙ্গে মৌলভীবাজার থেকে আসা কৃষি গবেষণা ইনস্টিটিউটের পিকআপের (গাজীপুর মেট্রো ঠ-১১-০০৫২) মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় কারচালক জাকির হোসেন ঘটনাস্থলেই মারা যান। পিকআপ ভ্যানচালক আব্দুল আহাদ (৪৫) এবং আরোহী নারী আব্দুন নাহার (৭৫) আহত হন।
পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের সহায়তায় আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করেছে।
আরও পড়ুন : সরকারি ব্যাংকের রোগ ছড়িয়েছে বেসরকারিতেও
মৃতদেহের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
ওডি/এএম
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড