সারাদেশ ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স সাদেক হোসেন খানকে (৩৫) অপহরণ করে সারারাত আটকে রেখে ভোরে ছেড়ে দিয়েছে দুর্বৃত্তরা। পরে তিনি নিজেই থানায় হাজির হন। এই ঘটনায় শহরজুড়ে তোলপাড় শুরু হয়।
রোববার (৩ এপ্রিল) ভোরে তাকে ছেড়ে দেওয়া হয়। এর আগে শনিবার (২ এপ্রিল) রাত ১০টার দিকে হাসপাতাল চত্বর থেকে অপহরণ করা হয়।
হাসপাতাল সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিনিয়র স্টাফ নার্স সাদেক হোসেন খানের হাসপাতালে নাইট ডিউটি ছিল। এর মাঝে এশা ও তারাবি নামাজ পড়তে হাসপাতাল মসজিদে যান। নামাজ শেষে মসজিদ থেকে বের হলে সাদেককে কয়েকজন যুবক টেনে হেঁচড়ে একটি মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যায়। খবর পেয়ে হাসপাতালে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে পুলিশ সদস্যরা আসেন। রাতভর সাদেককে উদ্ধারে জেলা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। পরে রোববার ভোরে অপহৃত সাদেককে অপহরণকারীরা ছেড়ে দেয়। পরে তিনি নিজেই থানায় হাজির হন।
আরও পড়ুন: ছাত্রীকে পিটিয়ে হাত ভেঙে দিল শিক্ষক
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, হাসপাতালের সিনিয়র স্টাফ নার্সকে অপহরণের খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালায়। ভোরে তাকে ছেড়ে দেয় অপহরণকারীরা। পরে তিনি নিজেই থানায় হাজির হন।
তিনি আরও বলেন, অপহৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করবো। বিষয়টি আমরা গভীরভাবে তদন্ত করছি। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে। তবে প্রাথমিক অবস্থায় আমরা জানতে পেরেছি, একটি হাসপাতালে রোগী সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই ঘটনাটি ঘটেছে।
ওডি/এমকেএইচ
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড