জাহাঙ্গীর আলম, আনোয়ারা (চট্টগ্রাম)
চট্টগ্রামের আনোয়ারা উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
বুধবার (৩০ মার্চ) রাতে কেন্দ্রীয় দফতর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সাইফুল ইসলাম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু স্বাক্ষরিত ৩ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেন।
উক্ত কমিটিতে হারেছ আহমদকে আহ্বায়ক, আলমগীর হোসেন বাহাদুরকে যুগ্ম আহ্বায়ক ও ফারুক হোসেনকে সদস্য সচিব ঘোষণা করা হয়। বিষয়টি নিশ্চিত করেন দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মো. শাহজাহান।
নতুন কমিটির আহ্বায়ক হারেছ আহমদ বলেন, দলের দুঃসময় ও সুসময়ে আমরা রাজপথে ছিলাম এবং থাকব। দীর্ঘদিন পর হলেও একটি কমিটি উপহার দেওয়ায় সকলের প্রতি ধন্যবাদ জানাচ্ছি। দলের যে কোনো আন্দোলন সংগ্রামে মাঠ থাকব আমরা।
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মো.শাহজাহান বলেন, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটি দক্ষিণ চট্টগ্রামের সব উপজেলা কমিটিগুলো যাত্রা বাছাইয়ের মাধ্যমে এ আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে। আমি মনে করি জিম্মিয়ে থাকা যুবদলকে আবারো সক্রিয়ভাবে গড়ে তুলবেন রাজপথে।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড