ইয়ার হোসেন সোহান, ঝিকরগাছা (যশোর)
যুগের সাথে তালমেলাতের পেশায় পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে। প্লাস্টিক ও অ্যালুমিনিয়াম সামগ্রীর সাথে অসম প্রতিযোগীতায় টিকে থাকার লড়াইয়ে এবার তাদের পণ্যসম্ভারে যুক্ত করেছে স্যানেটারি সামগ্রী। মাটির তৈজষপাত্রের পাশাপাশি এবার তারা সিমেন্ট-বালুর মিশ্রণে তৈরি করছে কংক্রিটের খুঁটিসহ নানা সামগ্রী। এসবের মধ্যে রয়েছে জ্বালানী সাশ্রয়ী বন্ধুচুলা, ভেন্টিলেটর, নকশাযুক্ত নলিচা, স্যানেটারি স্রাব, ফুলের টপ, নান্দা, মাটির স্যানেটারি পাত/রিং ইত্যাদি।
সরেজমিনে ঝিকরগাছার পৌরসদরের কাটাখাল মৃৎপল্লীতে গেলে দেখা যায়, মৃৎশিল্পী অঞ্জলি রানী পাল(৫০) ও তার স্বামী নিতাই পাল(৫৮) বেশ কর্মব্যস্ত। কেমন আছেন? জানতে চাইলে হাস্যজ্জ্বল অঞ্জলি রানী পাল বলেন, 'ভালো নেই! টিকে থাকা কষ্ট। চাল, ডাল, তেলসহ সব জিনিসের দাম বেশি। জালানি কাঠ ও মাটি কিনতে হচ্ছে। পাজাপুড়িয়ে যে জিনিসপত্র তৈরি করছি তা বিক্রি করে ঘরভাড়া, দোকানভাড়া দিয়ে সংসার চালানো কষ্টকর। পুঁজিখাটাতে পারলে স্যানেটারি জিনিস তৈরি করে বেঁচে থাকা যেত। পুঁজি না থাকায় তা সম্ভব হচ্ছে না'।
কথা হয়, শান্তি পালের ছেলে বিশ্বনাথ পালের সাথে। তিনি জানান, এখানকার ১৮টি পরিবারের মধ্যে ৬টি পরিবার বর্তমানে মৃৎশিল্পের সাথে জড়িত আছে। প্লাস্টিক ও অ্যালুমিনিয়াম সামগ্রীর সাথে প্রতিযোগিতায় টিকতে না পেরে অনেকে পৈত্রিক এই পেশা ছাড়তে বাধ্য হয়েছে। গোপাল, সত্যজিৎ, কৃষ্ণপদ, গৌর ও নিতাই চন্দ্র কোনো মতে টিকে আছে।
তিনি বলেন, স্যানেটারি সামগ্রী তৈরি করে মোটামুটি ভালো আছি। চাহিদাও মন্দ না। তবে, লাভের পরিমাণ সীমিত। কংক্রিটের খুঁটি, জ্বালানী সাশ্রয়ী বন্ধুচুলা, ভেন্টিলেটর, নকশাযুক্ত নলিচা, স্যানেটারি স্রাব, পাইপ, পাইপের ক্যাপ, ফুলের টপ, নান্দা, মাটির স্যানেটারি পাত/রিং ইত্যাদি তৈরি করে বিক্রি করছি। রড সিমেন্টের দাম বেশি। কারখানার জায়গার প্রতিমাসের ভাড়া সাড়ে ৭হাজার টাকা ও ৫/৬জন মজুরের প্রতিদিনের মজুরি বাবদ ৫’শ টাকা করে দিতে হয়। অর্থের যোগান পেলে ব্যবসার প্রসার ঘটাতে পারলে লাভের মুখ দেখা যেত। কিন্তু সব পরিবারগুলো লাভ দেখতে পারেন না বলেন এই মৃৎশিল্পী।
অঞ্জলি রানী বলেন, কলস, ফুলের টব, পিঠার খোলা, হাড়ি, সরা, লক্ষ্মী ঘট, মালসা, ঝাঁঝরি, মাটির গ্লাস, ভাড়/ঠিলে, দধির মালসা ইত্যাদির আগের যে দাম ছিল এখনও প্রায় তাই আছে। অথচ, প্রতি ভ্যান মাটি সাড়ে ৩শ টাকা ও জালানি কাঠ ২২০টাকা প্রতি মণ কিনতে হয়।
ওডি/ওএইচ
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড