এম মোবারক হোসাইন, পঞ্চগড়
পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে সানোয়ার হোসেন (৪০) নামে এক ভারতীয় নাগরিককে ৩৯শ টাকার জাল রুপিসহ গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় বিজিবি বাদী হয়ে মামলা দায়ের শেষে তাকে থানা পুলিশের মাধ্যমে আদালতে হাজির করে।
মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেন।
এর আগে সোমবার (২৮ মার্চ) বিকালে বাংলাবান্ধা স্থলবন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করে বিজিবি। গ্রেফতারকৃত ভারতীয় সানোয়ারের বাড়ি ভারতের আসাম রাজ্যের ঝাগড়াপাড়া এলাকায়। সে পেশায় একজন ট্রাকচালক।
আরও পড়ুন : কক্সবাজারে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জাহেরুল ইসলাম বলেন, এ ঘটনায় বিজিবি বাদী হয়ে ট্রাকচালক সানোয়ারের বিরুদ্ধে পাচারের উদ্দেশ্যে জাল রুপি রাখার অপরাধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে।
ওডি/এএম
সম্পাদক: মো. তাজবীর হোসাইন
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড