কামরুজ্জামান সেলিম, চুয়াডাঙ্গা
ফ্যামিলি কার্ডের মাধ্যমে চুয়াডাঙ্গার ৭৫ হাজার ৫৫৬ ফ্যামিলিকে ৪৬০ টাকায় টিসিবির পণ্য দেওয়া হচ্ছে। এ কার্ড দেওয়ার নাম করে চুয়াডাঙ্গার দামুড়হুদায় নিম্ন আয়ের মানুষের কাছ থেকে ১০০ টাকা করে নেয়ার অভিযোগ উঠেছে বেশ কয়েকজন স্থানীয় মেম্বারের বিরুদ্ধে।
অভিযোগ আছে, দামুড়হুদা আরামড্ঙাগা গ্রামের মৃত আবুলের ছেলে মজিবর খাঁ (৫০) এর বিরুদ্ধে টিসিবির পণ্য কেনার কার্ড তৈরিতে গ্রামের বেশ কয়েকজন নিম্ন আয়ের মানুষের কাছ থেকে ১০০ টাকা করে আদায়ের অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভুক্তভোগী দিনমজুর আরামডাঙ্গা গ্রামের জাহানবি খাঁর ছেলে জাহাঙ্গীর হোসেন সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, ‘আমার টিসিবির পণ্য কেনার কার্ড করে দেওয়ার নাম করে ১শ টাকা নিয়েছে মজিবর খা। টাকা নেওয়ার সময় তিনি আমার ছবি নিয়ে যান।’
একই গ্রামের জান মোহাম্মদের ছেলে মহাসিন (২০) অভিযোগ করে বলেন, মজিবর খা টিসিবির কার্ড করে দেওয়ার নাম করে আমার কাছ থেকে ১শ টাকা নিয়েছে।’
কার্ড করে দেয়ার নামে টাকা নেয়ার বিষয়টি স্বীকার করে মজিবর রহমান বলেন, ‘আমি বিল্লাল মেম্বারের সাথে থাকি। আমি গরীব মানুষ। দিনমজুরের কাজ করে খাই। তাদের কাজ করে দিতে হলে আমার কাজে অনুপস্থিত হতে হয়। তাই তাদের কাছ থেকে ১০০ টাকা করে নিয়েছি।’
টাকা নেয়ার বিষয়টি অস্বীকার করেন কার্পাসডাঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড সদস্য আরামডাঙ্গা গ্রামের বিল্লাল হোসেন। তিনি বলেন, ‘এ বিষয়ে আমি কিছুই জানি না।’
কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস জানান, ‘টিসিবির পণ্য বিক্রির জন্য ক্রেতার তালিকা তৈরিতে অর্থ আদায়ের কোনো সুযোগ নেই। অবৈধভাবে অর্থ আদায় করা হলে সে যেই হোক তার বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।’
আরও পড়ুন : মানুষ বিএনপিকে লাল কার্ড দেখিয়েছে : নানক
এ বিষয়ে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার জানান, ঘটনাটি শুনেছি। বিষয়টি তদন্ত করে দেখতে উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) বলা হয়েছে। আজ (বৃহস্পতিবার) ঘটনাটি তদন্ত করতে যাবেন তিনি।’
ওডি/এএম
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড