নজরুল ইসলাম শুভ, সোনারগাঁ ( নারায়ণগঞ্জ)
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা শিল্প নগরী এলাকায় খান ফেব্রিক্স নামে একটি সুতা তৈরির কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে।
বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে কারখানায় তুলার গুদামে আগুন লাগে।
এ সময় মসজিদের মাইকে আগুন লাগার কথা জানানো হয়। এলাকাবাসী ৯৯৯ নম্বরে ফোন করে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে সোনারগাঁ, ডেমরা, গজারিয়া ও নারায়ণগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
এরপর রাত ৮টার দিকে ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের সহকারী পরিচালক আব্দুল হালিম দৈনিক অধিকারকে জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। প্রায় ৭০ ভাগ আগুণ নিয়ন্ত্রণে এসেছে।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
ওডি/ওএইচ/কেএ
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড