জাহাঙ্গীর আলম, আনোয়ারা (চট্টগ্রাম)
চট্টগ্রামের আনোয়ারা উপজেলা নির্বাচন অফিসে ভোগান্তির নানা অভিযোগ উঠেছে। প্রতিদিনই সেবা প্রার্থীরা অফিসে গিয়ে হয়রানির ক্ষোভ প্রকাশ করছে। উপজেলা নির্বাচন অফিসার অফিস না করা, নিয়মিত বিশেষ কমিটির সভা না করাসহ নানা কারণে ঝুলে আছে ষোল শতাধিক আবেদন।
তবে কিছু কাজ দ্রুত হলেও নতুন জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরি, সংশোধন ও উত্তোলনে সেবা প্রার্থীরা বেশি হয়রানির শিকার বলে জানায়। এতে করে প্রবাসী ও সাধারণ মানুষের ভোগান্তি এখন চরম পর্যায়ে। তবে দীর্ঘদিন ধরে উপজেলা নির্বাচন অফিসারের পদটি শূন্য থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানা যায়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, শতাধিক সেবা প্রার্থী লোকজনের ভিড়, কেউ নতুন ভোটার হতে, সংশোধনের জন্য আবার কয়েকজন প্রবাসী জাতীয় পরিচয় পত্রের ভুল সমস্যা সমাধানের জন্য অফিসে এসে উপস্থিত হন। কিন্তু উপজেলা নির্বাচন অফিসার সৈয়দ আনোয়ার খালেদ তখনও অফিসে আসেননি।
এ সময় অফিসের কর্মরতরা জানান, নির্বাচন অফিসারের পদটি শূন্য, হাটহাজারী থেকে অতিরিক্ত দায়িত্ব নিয়ে একজন নির্বাচন অফিসার সপ্তাহে একদিন অফিস করেন।
আনোয়ারা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, গত ডিসেম্বরে নির্বাচন অফিসার ছুটি যাওয়ার পর হাটহাজারী উপজেলা নির্বাচন অফিসারকে আনোয়ারার অতিরিক্ত দায়িত্ব দেন। তিনি সপ্তাহে একদিন অফিস করেন।
ভুক্তভোগী মো. ইমরান বলেন,আমার পাসপোর্টের জন্য ভিসা আটকে আছে, পাসপোর্ট করতে এনআইড কার্ড লাগবে। ছয়মাস ধরে এনআইডি কার্ডের জন্য ঘুরতেছি কখন পাব তাও জানিনা। নির্বাচন অফিসে গেলেই অফিসার নেই বলে জানায়।
অপর ভুক্তভোগী আবদুল্লাহ আল নোমান বলেন ,আমি বিদেশে যাব। কাগজপত্র সব ঠিক করে গত দুই মাস আগে অফিসে জামা দিয়েছি। কিন্তু তারপরও আমার কাজটি হচ্ছে না। এই দুই মাসে আমি ১৫ বার এসেছি অফিসে কিন্তু অফিসারের দেখা পাইনি। এনআইডি ছাড়া পাসপোর্ট করতে পারছি না বিদেশ যাবো কিভাবে।
সূত্রে জানা যায়, আনোয়ারা উপজেলা নির্বাচন অফিসে নতুন আবেদন ১২০০ টি, সংশোধনীর জন্য ১৫০ টি,স্থানান্তরের ২০০ টি, দৈত্য ভোটারের ১০ টি ও হারানো ৫০ টি আবেদন জমা পড়েছে। এদের মধ্যে অনেক প্রবাসী ও চাকরিজীবীর আবেদ রয়েছে। নির্বাচন অফিসার নিয়মিত অফিস না করা ও প্রতি মাসে বিশেষ কমিটির সভা করার কথা থাকলেও বিগত চার মাসের মধ্যে বিশেষ কমিটি কোনো সভা না করার কারণে এসব আবেদন ঝুলে রয়েছে মাসের পর মাস।
তবে উপজেলা নির্বাচন কমিশন অফিসার সৈয়দ আনোয়ার খালেদ মুঠোফোনে বলেন, অফিসিয়াল কাজ নিয়মানুযায়ী চলছে। আমি আনোয়ারায় অতিরিক্ত দায়িত্ব নিয়ে সপ্তাহে একদিন অফিস করি। প্রতি সপ্তাহে একদিন ছবি তোলার কাজ চলে।
চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন বলেন, নির্বাচন অফিসার নিয়োগ দেবে প্রধান নির্বাচন কমিশনার, এ খানে আমাদের করার কিছু নেই, তবে জনগণের ভোগান্তি লাঘবে অতিরিক্ত দায়িত্বে যিনি আছেন তাঁকে সপ্তাহে দুই দিন অফিস করার ব্যবস্থা করা হবে।
ওডি/ওএইচ
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড