আবদুল্লাহ আল মামুন, ফটিকছড়ি
ফটিকছড়িতে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মো. জাহিন (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১০ মার্চ) রাত ৮টার দিকে হাটহাজারী-রাঙ্গামাটি মহাসড়কে হাটহাজারী কলেজ গেইট সংলগ্ন নাপিতের ঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরোহী ফটিকছড়ি উপজেলার বখতপুর ইউনিয়নের সফর আলী গোমাস্তার বাড়ির বাসিন্দা প্রবাসী জহির মিয়ার পুত্র।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত জাহিন তার মামার সাথে মোটরসাইকেল যোগে ফটিকছড়ি দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে উক্তস্থানে পৌঁছালে তাদের মোটরসাইকেলের সামনে একটি ভ্যান গাড়ি দেখতে পায়। ভয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়লে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তার ঘটনাস্থলেই মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. হিমু মজুমদার মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।
ওডি/ওএইচ
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড