আবু সালেহ্ মুছা, শিবচর (মাদারীপুর)
মাদারীপুরের শিবচরে চাচা জামাল হোসেনের (২২) দায়ের কোপে দশ মাস বয়সী ভাতিজি আয়শা আক্তারের মৃত্যু হয়েছে।
সোমবার (৭ মার্চ) বিকাল ৫ টার দিকে উপজেলার পাঁচ্চর ইউনিয়নের হোগলারমাঠে ঘটনাটি ঘটে। এ সময় গুরুতর আহতাবস্থায় শিশুটিকে ফরিদপুর মেডিক্যালে ভর্তি করা হলে রাতে তার মৃত্যু হয়। মঙ্গলবার (৮ মার্চ) শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরণ করেছে শিবচর থানা পুলিশ।
শিবচর থানা সূত্রে জানা গেছে, সোমবার বিকালে হোগলার মাঠ এলাকার আলেম হোসেনের ছোট ভাই বাড়ির উঠানে বসে বাঁশ কাটছিল। এ সময় ভাবীর সাথে তার কথা কাটাকাটি বাঁধে। পরে আকস্মিক সে তার ভাবীকে দা দিয়ে কোপ মারে। তখন কোলে থাকা শিশু আয়েশার গায়ে কোপটি লাগলে শিশুটি গুরুতর আহত হয়। তখনই তাকে ফরিদপুর মেডিক্যাল নেওয়া হলে রাতে শিশুটির মৃত্যু হয়।
আরও পড়ুন : কাপ্তাইয়ে আন্তর্জাতিক নারী দিবস পালন
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন বলেন, ধারনা করা হচ্ছে বড় ভাবীকে আঘাত করতে গিয়ে তার কোলে থাকা শিশুটির আঘাত লাগে। স্থানীয় ভাবে জানতে পেরেছি ছেলেটি মাদকাসক্ত। শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতারে আমাদের অভিযান চলছে।
ওডি/ওএইচ
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড