কবির হোসেন, কাপ্তাই (রাঙামাটি)
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে কাপ্তাইয়ে বর্ণাঢ্য র্যালি, নাটিকা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (8 মার্চ) সকাল ১০টায় উপজেলা মহিলা বিষয়ক অধিদফতরের আয়োজনে এ অনুষ্ঠান হয়।
এ বছর দিবসটির প্রতিপাদ্য বিষয় হলো "টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য"। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক।
বক্তব্য রাখেন- কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন, তথ্য সেবা কর্মকর্তা তাহমিনা সুলতানা। পরে চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের কমিউনিটি হেলথ প্রোগ্রামের নারীকর্মীদের পরিবেশনায় নারী জাগরণমূলক নাটক ও গান পরিবেশিত হয়।
ওডি/ওএইচ
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড