কাজী রিপন, টাঙ্গাইল
“টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ মার্চ) বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতরের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার কাজী নুসরাত এদীব লুনা, সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. শাহাবুদ্দিন খান প্রমুখ। আলোচনা সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দফতরের কর্মকর্তা, কর্মচারী ও নারী সংগঠনের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে আন্তর্জাতিক নারী দিবসে “সময় এখন নারীর, উন্নয়নে তারা বদলে যাচ্ছে, গ্রাম-শহরে কর্মজীবন ধারা” এ স্লোগানকে সামনে রেখে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আলেমা খাতুন ভাসানী হল ও শহীদ জননী জাহানারা ইমাম হলের যৌথ উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়।
মঙ্গলবার বেলা সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বেলুন উড়িয়ে আনন্দ র্যালির উদ্বোধন করেন ট্রেজারার প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম। পরে আনন্দ র্যালিটি বিশ। বিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
আনন্দ র্যালিতে আলেমা খাতুন ভাসানি হলের প্রভোস্ট প্রফেসর ড. রোকসানা হক রিমি, শহীদ জননী জাহানারা ইমাম হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক ড. মোসা. নার্গিস আক্তার, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. এ এস এম সাইফুল্লাহ, প্রক্টর প্রফেসর ড. মীর মো. মোজাম্মেল হক, রেজিস্টার ড. মোহা. তৌহিদুল ইসলামসহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ র্যালিতে অংশগ্রহণ করেন।
আরও পড়ুন : পঞ্চগড়ে মোটরসাইকেল ও ট্রাক্টরের সংঘর্ষে ২ আরোহীর মৃত্যু
এছাড়া বিকালে এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে ইএসআরএম গ্যালারি কক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
ওডি/ওএইচ
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড