মনিরুজ্জামান, নরসিংদী
নরসিংদীর চরাঞ্চলে দুলাল মিয়া (৩৫) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ মার্চ) সকালে সদর উপজেলার নজরপুর গ্রামের পাশের মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত দুলাল মিয়া একই গ্রামের আবুল হাসেমের ছেলে। পেশায় রাজমিস্ত্রি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে নজরপুর গ্রামের একটি মাঠের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
আরও পড়ুন : খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত
নরসিংদী সদর মডেল থানার ওসি সওগাতুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতের বিষয়ে এখনও সব কিছু জানা যায়নি বলেও জানান তিনি।
ওডি/ওএইচ
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড