সারাদেশ ডেস্ক
কিশোরগঞ্জের করিমগঞ্জে পুকুরের পানিতে ডুবে মাহিম (৭) ও রিয়াদ (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে আপন দুই ভাই।
রবিবার (৬ মার্চ) বিকালে উপজেলার জয়কা ইউনিয়নের নানশ্রী নতুন হাঁটি গ্রামে এ ঘটনা ঘটে। মাহিম ও রিয়াদ নতুন হাঁটি গ্রামের রতন মিয়ার ছেলে।
পুলিশ জানায়, বিকেলে মাহিম ও রিয়াদ বাড়ির পাশে খেলা করছিল। কোনো এক সময় পাশের পুকুরের পানিতে নেমে ডুবে যায় তারা। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজির করেও পাচ্ছিলেন না। সন্ধ্যার দিকে তাদের পুকুরের পানিতে ভাসতে দেখে মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন : ভারতে সয়াবিন তেল পাচারের সময় আটক ২
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম সিদ্দিকী জানান, দুই শিশুর মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ওডি/এএম
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড