সাইদুর রহমান, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন সেতু এলাকা থেকে ১৪৫ বোতল ফেনসিডিলসহ ফয়েজ নামে একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব ১ সিপিসি ৩-এর সদস্যরা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিক আপ ভ্যানও জব্দ করা হয়।
পূর্বাচল সিপিসি ৩-এর লেফটেন্যান্ট কমান্ডার মির্জা শাহেদ মাহতাব (এক্স, পিপিএম, বিএন) জানান, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ‘চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে’ এই স্লোগানে উজ্জীবিত হয়ে নিয়মিত মাদকবিরোধী অভিযান অব্যাহত রেখেছে।
তিনি বলেছেন, এরই ধারাবাহিকতায় র্যাব-১ এর সিপিসি ৩ পূর্বাচলের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৭ মার্চ) সকালে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন কাঞ্চন ব্রিজ টোল পয়েন্ট সংলগ্ন মায়ার বাড়িতে অস্থায়ী তল্লাশি চৌকি স্থাপন করে।
মির্জা শাহেদ মাহতাব আরও বলেন, এ সময় নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার মিয়াপুর এলাকার ওমর ফারুকের ছেলে মাদক কারবারি ফয়েজ মিয়াকে (৩৩) গ্রেফতার করা হয়। অভিযানে তার কাছ থেকে ১৪৫ বোতল ফেনসিডিল, একটি পিক আপ, একটি মোবাইল ফোন ও একটি সিমকার্ড উদ্ধার করা হয়।
আরও পড়ুন : টিসিবির পণ্যের কার্ড ভাগাভাগি নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামিকে এরই মধ্যে রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।
ওডি/কেএইচআর
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড