তৌকির আহাম্মেদ হাসু, সরিষাবাড়ী (জামালপুর)
জামালপুরের সরিষাবাড়ীতে নদী থেকে অবৈধভাবে মাটি কাটায় হুমকির মুখে পড়েছে এলাকাটির ব্রিজ, বেড়িবাঁধ ও চলাচলের জন্য নবনির্মিত পাকা রাস্তা। উপজেলার পৌর শহরঘেঁষা বলাদিয়ার ও ডোয়াইল ইউনিয়নের চরবালিয়া গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে ঝিনাই নদী। সেই নদী থেকে একটি বালুচক্র প্রতিদিন মাটি কেটে টাক্ট্রর দিয়ে উপজেলার বিভিন্ন জায়গায়তে বিক্রি করছে।
এতে ঝিনাই নদীর উপর নির্মিত দু'পাড়ের মানুষের যোগাযোগের এক মাত্র ব্রিজটি হুমকির মুখে পড়েছে। হুমকির মুখে বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ। ক্ষতি হচ্ছে কাঁচা-পাকা একাধিক রাস্তা। এভাবে দিনের পর দিন মাটি উত্তোলন চলতে থাকলেও পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ বিষয়টি আমূলে নেয়নি বলে জানিয়েছেন স্থানীয়রা।
সরেজমিন গিয়ে দেখে যায়, উপজেলার ঝিনাই নদীর তীরবর্তী চরবালিয়া ব্রীজ ও বেড়িবাঁধের কাছ থেকে বালুচক্রের একটি মহল মাটি বাণিজ্য শুরু করেছে। চক্রটি ব্রিজের দুই পাশেই গত ২ মাস ধরে মাটি কেটে উপজেলার বিভিন্ন জায়গায় বিক্রি করে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। প্রশাসনের চোখের সামনে দিয়ে নদী থেকে এমন মাটি বাণিজ্য রহস্যজনক বলে মনে করেন স্থানীয়রা।
স্থানীয়রা জানান, নদী ও ব্রিজের দুইপাশের খাস জমি থেকে মাটি কাটেন পৌরসভার সাতপোয়া গ্রামের প্রভাবশালী দুই ব্যক্তি। এভাবে প্রতিদিন মাটি কাটার ফলে চলাচলের একমাত্র ব্রিজটি ভেঙে যাওয়ার উপক্রম। মাটি টানার ট্রাক্টর নবনির্মিত পাকা রাস্তার অবস্থা নাজুক করে ফেলছে।
আরও পড়ুন: লংগদুতে ৭ মার্চ উপলক্ষ্যে আলোচনাসভা
উপজেলা যুবলীগের সহসম্পাদক কে এম রফিকুল ইসলাম জানান, এভাবে মাটি কাটার ফলে নদীর আশপাশের রাস্তা এবং গুরুত্বপূর্ণ ব্রিজটি হুমকির মুখে পড়েছে। ইতোমধ্যে গত বছরের বন্যায় ব্রিজের একটি পিলার থেকে মাটি সরে গেছে। ব্রিজটি এমনিতেই হুমকির মুখে রয়েছে। এভাবে মাটি কাটলে ব্রিজটি হারিয়ে যাবে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার (ভূমি) ফাইযুর ওয়াসিমা নাহাত বলেন, মাটি কাটার বিষয়টি জেনেছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
ওডি/এফএইচপি
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড