আকাশ, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ২৭৫ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৩। সোমবার (৭ মার্চ) দুপুরে ঢাকার টিকাটুলিতে অবস্থিত র্যাব-৩'র সদর দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।
আটককৃতরা হলেন, কুমিল্লার দাউদকান্দির বেলঘর এলাকার মো. বাঁধন (২০) এবং জগমোহনপুর এলাকার মো. আমজাদ হোসেন (২২)।
বিজ্ঞপ্তিতে র্যাব-৩'র সহকারী পুলিশ সুপার মো. খায়রুল কবীর জানান, আটককৃতরা একটি যাত্রীবাহী বাসযোগে কুমিল্লা থেকে নারায়ণগঞ্জের দিকে ফেনসিডিলের চালান বহন করে নিয়ে আসছিল। তারা দীর্ঘদিন ধরে কুমিল্লা থেকে ফেনসিডিল কিনে নারায়ণগঞ্জসহ ঢাকার বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।
আরও পড়ুন : বাঘাইছড়িতে ঐতিহাসিক ৭ মার্চ পালিত
এর আগে রোববার (৬ মার্চ) রাতে শিমরাইল মোড় এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান সহকারী পুলিশ সুপার।
ওডি/এফএইচপি
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড