শাকিল শেখ, আশুলিয়া (ঢাকা)
সাভারের আশুলিয়ায় গাজিরচট এএম উচ্চ বিদ্যালয় ও কলেজে নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৬ মার্চ) সকালে আশুলিয়ার গাজিরচট এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠানটির মাঠে এই নবীনবরণ অনুষ্ঠিত হয়। এ সময় একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. শাহাদাৎ হোসেন খান। প্রধান আলোচক জাতীয় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কমিটির ন্যাচারাল সাইন্সের চেয়ারম্যান প্রফেসর ড. ফকির রফিকুল আলম। সভাপতিত্ব করেন শিক্ষাপ্রতিষ্ঠানটির সভাপতি মো. এনামুল হক মুন্সি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাপ্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. মোজাফফর হোসেন খন্দকার, সাভার উপজেলা আ. লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো. ওমর ফারুক ও ধামসোনা ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ড আ. লীগের সভাপতি মো. আয়নাল হক মাদবর।
আরও পড়ুন : সচল হয়নি আহসানগঞ্জ রেলস্টেশনের পানির পাম্প
এ সময় আরও উপস্থিত ছিলেন শিক্ষকমণ্ডলী, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ। সবশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ওডি/এএম
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড