রফিক খান, মানিকগঞ্জ
মানিকগঞ্জের ঘিওরে সাবিবুল ইসলাম শিপন (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (৬ মার্চ) সকালে শিপনকে তার নিজ বাড়ির পাশে একটি গাছের সাথে ঝুলন্ত অবস্থায় দেখে প্রতিবেশীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করে।
নিহত যুবক ঘিওর উপজেলার রাথুরা রাধানগর এলাকার মৃত সিরাজ উদ্দিনের ছেলে। পরিবারের সম্মতিক্রমে গত এক মাস আগে বিয়ে করে সে।
ঘিওর থানার এস আই মো. সেলিম হোসেন রকি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ' রবিবার সকালে শিপনকে তার নিজ বাড়ির পাশে একটি গাছের সাথে ঝুলন্ত অবস্থায় দেখে প্রতিবেশীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।' সুরতহাল রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে মন্তব্য করেন তিনি।
জানা গেছে, পরিবারের সম্মতিক্রমে একমাস আগে সদর উপজেলার তেঘুরী এলাকার এক মেয়েকে বিয়ে করেন শিপন। সুন্দর স্বাভাবিকভাবেই চলছিল তাদের সংসার। শনিবার (৫ মার্চ) রাতের খাবার শেষ করে স্বামী-স্ত্রী একই সাথে ঘুমাতে যায়। আনুমানিক রাত বারোটার দিকে তার (শিপন) মুঠোফোনে কল আসলে কথা বলার জন্য রুম থেকে বের হয় সে। ফোনে কথা বলা শেষে স্বামী ঘরে ফিরে আসবে ভেবে ঘুমিয়ে পড়েন স্ত্রী। সকাল সাড়ে সাতটার দিকে প্রতিবেশীরা শিপনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
ওডি/ওএইচ
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড