মো. আকাশ, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
নারায়ণগঞ্জ আড়াইহাজার থেকে ৪.৩ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১১। এ সময় মাদক সরবরাহে ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।
রবিবার (৬ মার্চ) সকালে সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র্যাব-১১’র সদর দফতর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। এর আগে ৫ মার্চ বিকালে আড়াইহাজার ঘাটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানাধীন বিটখরের মৃত হারুন মিয়ার ছেলে মো. সবুজ (৩০) ও একই থানার মৃত জালাল মিয়ার ছেলে মো. দুলাল মিয়া (৩৬)।
আরও পড়ুন : সচল হয়নি আহসানগঞ্জ রেলস্টেশনের পানির পাম্প
র্যাব জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মোটরসাইকেলযোগে গাঁজা সরবরাহ করে আসছিল। গোপন সংবাদের মাধ্যমে আমরা খবরটি পাই এবং তাদের আটক করি। আসামিদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
ওডি/এএম
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড