আকাশ, সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি (নারায়ণগঞ্জ)
নারায়ণগঞ্জ বন্দর থেকে ৩ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১১। এসময় মাদক বিক্রিতে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
শনিবার (৫ মার্চ) বিকালে সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র্যাব-১১'র সদর দফতর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।
এর আগে শুক্রবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন ইসমাইল হোসেন (৩২), হাসানুর রহমান (২৫)।
র্যাব জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবত মোটরসাইকেল আরোহীর ছদ্মবেশ ধারণ করে বিভিন্ন অভিনব কৌশলে বিভিন্ন জেলা হতে মাদকদ্রব্য এনে ঢাকা, নারায়ণগঞ্জসহ আশপাশের জেলায় সরবরাহ করে আসছিল।
আরও পড়ুন : চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২১
তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানায় র্যাব।
ওডি/এফএইচপি
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড