গাজী মো. তাহেরুল আলম, ভোলা
দ্বীপজেলা ভোলার সেরা পর্যটন ও পিকনিক স্পট হিসেবে চরফ্যাশন খামারবাড়ি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
সরেজমিন ঘুরে জানা যায়, ভোলা জেলার চরফ্যাশন উপজেলায় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে অসংখ্য চর। এখানে রয়েছে পর্যটন শিল্প বিকাশের নানান উপকরণ। সংশ্লিষ্ট মহল মনে করছেন, প্রকৃতিপ্রেমীদের কাছে চরফ্যাশন হয়ে উঠতে পারে চমকপ্রদ ও আকর্ষণীয়। এখানকার জীববৈচিত্র্য ও দৃষ্টিনন্দন প্রাকৃতিক সৌন্দর্য ঘুরতে আসা দর্শনার্থীদের নজর কাড়ে সহজেই। এ উপজেলা কেবল প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে গুরুত্বপূর্ণ নয়, এটি একটি পরিকল্পিত নগরীরও উদাহরণ।
দর্শনার্থীরা চরফ্যাশনে এসেই প্রথম দর্শণীয় স্থান হিসেবে বেছে নেয় খামারবাড়ি। ভোলার চরফ্যাসন উপজেলার অন্যতম দর্শনীয় স্থান ‘খামার বাড়ি’। প্রতিদিন হাজারো মানুষ দুর-দুরান্ত থেকে এখানে ঘুরতে আসেন। বাহারি প্রজাতির গাছ আর ফুলের সমারোহ পুরো এলাকা জুড়ে। মনোমুগ্ধকর এ স্থানটি দর্শনার্থীদের মন কেড়ে নিয়েছে। চরফ্যাশন উপজেলা সদর থেকে ১৮ কিলোমিটার দুরে নজরুল নগর ইউনিয়নের ‘শারেক খালি’ গ্রামে ১৪ একর জায়গার ওপর এ দর্শনীয় স্থানটি অবস্থিত। ২০০৯ সালে এটি চালু হয়। খামারবাড়ি নামের এ দর্শনীয় স্থানটি পর্যটকদের কাছে এখন বেশ জনপ্রিয় হয়ে উঠছে।
ভোলা-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এ প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন।
খামার বাড়িতে রয়েছে ২টি মিনি হ্যালিপেড। পাহাড়ের আদলে নির্মাণ করা হয়েছে সু-উচ্চ আধুনিক কিল্লা। এছাড়াও বর্তমানে এখানে একটি আধুনিক মানের রেস্টুরেন্ট, ৭টি কটেজ, একটি বাংলো, দুটি সুইমিংপুল ও রিসিপসনসহ অত্যাধুনিক স্থাপনা নির্মাণ হচ্ছে। যা এ স্পটটিকে আরও আধুনিক ও দর্শনীয় স্থানে পরিণত করে তুলবে।
ভোলা জেলার প্রধান সড়ক প্রস্তুতকরণের কাজ আগামী বছরের মাঝামাঝি সময়ের মধ্যে শেষ হলেই এখানে দর্শনার্থীর সংখা আরও বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে।
খামারবাড়ি ছাড়াও চরফ্যাশন শহরে রয়েছে দক্ষিণ এশিয়ার বৃহত্তম ওয়াচ টাওয়ার। এটি জ্যাকব টাওয়ার হিসেবে পরিচিত। এখানে শিশুদের বিনোদনের জন্য রয়েছে শিশুপার্ক। চরফ্যাসন শহর থেকে একটু দুরেই রয়েছে দেশের আধুনিক লঞ্চঘাট। এটি বেতুয়া প্রশান্তিপার্ক নামে পরিচিত।
ওডি/এফই
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড