জাহাঙ্গীর আলম, আনোয়ারা (চট্টগ্রাম)
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন রায়পুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ মার্চ) বিকালে সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক জামাল উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এমএ মান্নান চৌধুরী।
এসময় সদস্য সচিব জালাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ মালেক, প্রধান বক্তা উপজেলা যুবলীগের আহ্বায়ক শওকত ওসমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিন শরীফ, যুবলীগের যুগ্ম আহ্বায়ক অনুপম চক্রবর্তী বাবু, আবদুল মালেক, যুবলীগ নেতা নিজামুল হক, নজরুল ইসলাম ও শফিউল আলম।
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন, যুবলীগ নেতা মোক্তার আহমেদ, নুরুল আবছার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এএইএম নিজাম উদ্দিন চৌধুরী, মাস্টার রফিক, মিয়া হান্নান, মো: ইলিয়াছ, ওবাইদুল হক মুন্না, মো: রুবেল ও মো: রাশেল।
অনুষ্ঠানে বক্তারা বলেন, 'স্বাধীনতা সংগ্রামে যুবলীগের যে ভূমিকা তা ইতিহাস হয়ে থাকবে। তৃণমূল যুবলীগকে শক্তিশালী করে স্বাধীনতা বিরোধী অপশক্তিকে প্রতিরোধ করতে হবে। যুবলীগ হচ্ছে আওয়ামী লীগের প্রাণ, আমাদের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির আস্থার প্রতীক যুবলীগ।'
আরও পড়ুন: বকশীগঞ্জে দিনব্যাপী পিঠা উৎসব
সম্মেলনে যুবলীগের তৃণমূলকে সংগঠিত করতে কমিটি গঠনের ঘোষণা দিলে সভাপতি পদে ৫ জন ও সাধারণ সম্পাদক পদে ৪ জন প্রার্থী ফরম সংগ্রহ করেন। তাদের মধ্য থেকে যাচাই-বাছাই করে কমিটি ঘোষণা দেওয়া হবে বলে জানা গেছে।
ওডি/এফএইচপি
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড