জাহাঙ্গীর আলম, আনোয়ারা, চট্টগ্রাম
একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও যথাযথ মর্যাদার মধ্য দিয়ে চট্টগ্রামের আনোয়ারায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে রবিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী, সহকারী পুলিশ সুপার হুমায়ন আহমেদ (আনোয়ারা-বাঁশখালী সার্কেল), অফিসার ইনচার্জ (ওসি) এসএম দিদারুল ইসলাম সিকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেন ও মৎস্য কর্মকর্তা রাশিদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া আজ সোমবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এমএ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক এমএ মালেকসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।
উপজেলা যুবলীগের আহ্বায়ক শওকত ওসমান, যুগ্ন-আহ্বায়ক অনুপম চক্রবর্তি বাবু, আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি এম নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক হুমায়ন কবির শাহ সুমন, আনোয়ারা সরকারি কলেজ, বটতলী এসএম আউলিয়া ডিগ্রী কলেজ, বরুমচড়া শহীদ বশরুজ্জমান উচ্চ বিদ্যালয়, রায়পুর ইউনিয়ন বহুমূখী উচ্চ বিদ্যালয়,বখতিয়ার পাড়া চারপীর আউলিয়া উচ্চ বিদ্যালয়, চারপীর আউলিয়া আলীম মাদরাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,সামাজিক ও রাজনৈতিক সংগঠনের উদ্যোগে পৃথকভাবে দিবসটি পালিত হয়।
ওডি/কেএ
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড