নাসিম আজাদ, পলাশ (নরসিংদী)
নরসিংদীর পলাশে ঘোড়াশাল পৌরসভার পাইকসায় শুরু হয়েছে ৭ দিনব্যাপী ২০০ বছরের ঐতিহ্যে লালিত সেই কুঞ্জমেলা। ১৭ থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই মেলা।
মেলায় পূজার সামগ্রী বিক্রি ( ছবি : অধিকার)
মহামারী করোনা ভাইরাসের সংক্রমণের কারণে এবারের মেলার সময়কাল সংক্ষিপ্ত করা হয়েছে। হিন্দু ধর্মীয় নন্দোৎসব হরেনাম কীর্তনকে উপলক্ষ করে এই মেলা উৎসবে পরিণত হয়। ১৫ দিন ব্যাপী রাধা কৃষ্ণের নামে কীর্তন উপাসনা শেষে, মাঘ-ফাল্গুনে কোনো এক তারিখে এ কুঞ্জমেলা অনুষ্ঠিত হবার রীতি রয়েছে। এবারও শুরু হয়েছে ফাল্গুনের প্রথম সপ্তাহে।
মেলায় মাটির জিনিস বিক্রি ( ছবি : অধিকার)
এইদিন হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের বহু পুরানো রাধা কৃষ্ণের নামযজ্ঞ শুরু হয়। মানব শান্তি কল্যাণের আরাধনায় নানা বয়সের হরিভক্তগন তাদের মানত ও প্রসাদ বিতরন করে মনের আরতি দান করে থাকে। এদিন ভক্তগন শিবঠাকুর ও কালী দেবতার প্রতিও তাদের ভক্তিপূর্ণ পুজ নিবেদন করে থাকেন।
সরেজমিনে মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, বহুসংখ্যক দোকানি মেলায় বেচাবিক্রির জন্য নানা রঙের পণ্যের পসরা সাজিয়ে তারা বসে আছে। বেলা গড়িয়ে ফাল্গুনের এই পড়ন্ত বিকালে মেলায় বাড়তে থাকে দর্শনার্থীদের সংখ্যা। শুরু হয় দোকানীদের বিক্রির ধুম। ছোটদের খেলনা, মেয়েদের চুড়ি, কিশোর ছেলেদের জন্য হরেক রকমের প্লাস্টিক গাড়ি, বাঁশি, বড়দের জন্য রান্নাবান্নার তৈজসপত্রের দোকান সারিসারি বসেছে।
কাঠের সামগ্রী বিক্রি ( ছবি : অধিকার)
মেলায় ফোটকা বেলুন বিক্রেতা হরছুল মিয়ার সাথে কথা হলে সে জানান, অন্যান্য বছরের মতো এবারও এই মেলাতে এসেছি কিছু টাকা কামানোর আশায়। করোনার কারণে সময় সীমিত এবং অন্য বছরের তুলনায় বিক্রিও হচ্ছে কম।
ঠিক মুড়লি বেপারী মিনহাজ জানান, মেলাতো সবে শুরু বেচা বিক্রি অবশ্যই বাড়বে তা না হলে বউ ছেলে মেয়ে নিয়ে খাবো কি।
শীতল ঘোষ বলেন, তার সব মিষ্টিই বিকালে বিক্রি হয়ে গেছে। ইনকাম ভালোই হয়েছে, আমি খুব খুশী। আবহাওয়া ভালোর কারণে মেঘ বৃষ্টিও নেই। মেলায় আসা দর্শণার্থীদের দুর্ভোগও পোহাতে হচ্ছেনা।
মেলায় কাঠের জিনিস বিক্রি ( ছবি : অধিকার)
এই মেলা আবার আশপাশের বেশ কয়েকটি গ্রামের হিন্দু-মুসলমানদের কাছে একটি বাৎসরিক মিলনমেলা। এ সময় সবার বাড়িতে বিশেষ করে মেয়ে ও জামাইদের আগমন ঘটে। দূরদূরান্ত থেকে নিমন্ত্রিত অতিথিদের ভিড়ে বাড়ি সরগরম হয়ে উঠে। এ সময় সবার বাড়িতে বিশেষ মাছ মাংসসহ উন্নত খাবার আয়োজন থাকে। নাড়ু মুড়ি মুড়কি তো আছেই। সব মিলে অত্র অঞ্চলের মানুষ এই কুঞ্জমেলা ঘিরে সপ্তাহ ধরে সব বয়সের মানুষজন এক অন্যরকম অনাবিল আনন্দে মেতে ওঠেন। এমনি আবগাহনে, মনে হয় যেন তারা এই মেলার জন্য দীর্ঘ সময় অধীর আগ্রহে অপেক্ষায় থাকে।
মেলায় আশা দর্শনার্থী কবি শাহ্ বোরহান মেহেদীর সাথে কথা হলে তিনি জানান, প্রায় ২০০ বছরের পুরনো এই মেলায় আমি প্রতি বছরই নাতি নাতনি নিয়ে ঘুরতে আসি। বাড়তি আনন্দ উপভোগ করি,সময়টাও কাটে ভালো।
ওডি/ওএইচ
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড