• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

মাগুরায় মা সমাবেশে প্রাথমিক-গণশিক্ষা মন্ত্রী

  অধিকার ডেস্ক    ১১ অক্টোবর ২০১৮, ২১:০০

মোস্তাফিজুর রহমান
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান (ফাইল ছবি)

মাগুরা শেখ কামাল ইনডোর স্টেডিয়ামে জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ আয়োজিত ‘মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে যোগাযোগ ও সামাজিক উদ্বুদ্ধকরণ বিষয়ক’ ‘মা’ সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ অক্টোবর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করণের লক্ষ্যে এই মা সমাবেশে অনুষ্ঠিত হয়।

এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান । তিনি বলেন, সন্তানের প্রতি মায়ের যে পরিমাণ দরদ পৃথিবীতে আর কারো মধ্যে এরূপ আছে বলে আমার জানা নেই। তেমনি সন্তানেরও মায়ের প্রতি দরদ আছে। আমাদের প্রতিটি মা যদি সন্তানদের শিক্ষার বিষয়ে উদ্বুদ্ধ হন তাহলে বদলে যাবে দেশ। মা যেটা বলেন সন্তানরা সেটা বিশ্বাস করে ও গুরুত্ব দিয়ে শেখে। এ কারণে মায়েদের প্রতি সন্তানদের গুরুত্ব দিয়ে সত্য শেখাতে সচেষ্ট হওয়ার পাশাপাশি তাদের সঠিক ইতিহাস জানাতে হবে।’

মা সমাবেশে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন-প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হোসেন, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তরুণ কান্তি সরকার, খুলনা বিভাগীয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মেহেরুন নেছা, জেলা প্রশাসক মো. আলী আকবর, পুলিশ সুপার খান মোহম্মাদ রেজোয়ান, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছী প্রমুখ।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড