• বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩০  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

প্রবাসী স্বামীকে দেউলিয়া করে স্ত্রী উধাও

  নেহাল আহম্মেদ প্রান্ত, আদমদীঘি (বগুড়া)

১০ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৩৪
আদমদীঘি
আদমদীঘি থানা (ছবি : অধিকার)

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে প্রবাসী স্বামীকে দেউলিয়া করে স্ত্রী (২৭) উধাও হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। জানা গেছে, উপজেলার গাদোঘাট গ্রামের জাবেদ আলীর মেয়ে তার স্বামীর পাঠানো ১০ লক্ষ টাকা ও ৪ ভরি স্বর্ণালংকার নিয়ে অন্য এক ছেলের সাথে পালিয়ে গেছে।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনায় আদমদীঘি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী স্বামী।

অভিযোগ থেকে জানা যায়, ১১ বছর আগে উপজেলার সান্তাহার পৌর শহরের নামা পোঁওতা গ্রামের এক মালদ্বীপ প্রবাসীর সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় ওই মেয়ের। তাদের ঘরে ১০ বছর বয়সী একটি পুত্রসন্তান রয়েছে। ৮ বছর প্রবাস জীবনের সকল টাকা স্ত্রীর নামে পাঠাতেন ওই প্রবাসী। সম্প্রতি নামা পোঁওতা গ্রামের এক ব্যক্তির সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয় তার স্ত্রী। বিষয়টি জানাজানি হলে তার স্ত্রীর কাছে গচ্ছিত রাখা ১০ লক্ষ টাকা ও ৪ ভরি ওজনের স্বর্ণের চেইন, হাতের বালা, কানের দুল এবং সংসারের আসবাবপত্র নিয়ে বাড়ি থেকে পালিয়ে যান ওই গৃহবধূ। খবর শুনে ১৫ দিন পর তড়িঘড়ি করে দেশে ফেরেন প্রবাসী স্বামী। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুজি করে প্রতারক স্ত্রী ও ছেলের সন্ধান না পেয়ে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

ওই প্রবাসী জানান, প্রবাস জীবনের জমানো ১০ লক্ষ টাকা ও ৪ ভরি স্বর্ণালংকার এবং বাড়ির যাবতীয় আসবাবপত্র এলাকায় বিক্রি করে পালিয়ে গেছে তার স্ত্রী। তিনি ন্যায়বিচার চেয়েছেন।

আরও পড়ুন : নওগাঁয় চালের বাজারে জেলা প্রশাসক

সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলাম জানান, ভুক্তভোগী স্বামীর অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ওডি/এএম

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড