সারাদেশ ডেস্ক
বাগেরহাটের মোল্লাহাটে বজ্রপাতে ছালিমউল্লাহ শেখ (১৮) নামে এক দিনমজুর নিহত হয়েছেন। নিহত ছালিমউল্লাহ শেখ ভান্ডারখোলা গ্রামের ফরিদ শেখের ছেলে।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে মোল্লাহাট উপজেলার ভান্ডারখোলা গ্রামের একটি মাঠে ধান রোপণের জন্য জমি প্রস্তুতের সময় বজ্রপাতে এ ঘটনা ঘটে। পরে জমিতে থাকা অন্যান্য কৃষকেরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
জানা গেছে, ছালিম উল্লাহ বছর দুই আগে পড়াশুনা বন্ধ করে দেন। এরপর থেকে বাবার সঙ্গে কৃষি কাজ করতেন। পাশাপাশি এলাকায় দিনমজুর হিসেবে কাজ করতেন ছালিম উল্লাহ।
আরও পরুন : তন্ময় হত্যার বিচার দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন
মোল্লাহাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ বজ্রপাতে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
ওডি/ওএইচ
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড