কবির হোসেন, ভূঞাপুর (টাঙ্গাইল)
ভূঞাপুর লোকমান ফকির মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ হাসান আলী সরকারের বিরুদ্ধে টাকা নিয়ে অবৈধভাবে নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) কলেজে ক্ষুব্ধ প্রার্থীরা ঘুষের টাকা ফেরত চেয়ে অধ্যক্ষের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে।
জানা যায়, ওই কলেজে সরকারি নিয়ম বহির্ভূত ২০১৮ সালে কম্পিউটার কাম অফিস সহকারী পদে ৭ লাখ, জীব বিজ্ঞান প্রদর্শক পদে ১৫ লাখ ও কম্পিউটার প্রদর্শক পদে ৬ লাখ টাকার বিনিয়মে নিয়োগ দেন কলেজের অধ্যক্ষ হাসান আলী সরকার। তবে কলেজে কম্পিউটার কাম অফিস সহকারী পদ খালি না থাকলেও অতিরিক্ত পদ দেখিয়ে টাকার বিনিময়ে কর্নেল নামের একজনকে নিয়োগ দেওয়া হয়।
এছাড়া জীব বিজ্ঞান প্রদর্শকে কাউছিয়া নাসরিনকে ও কম্পিউটার প্রদর্শকে আরও একজনকে সরকারি নিয়ম বহির্ভূত কলেজ কর্তৃপক্ষ টাকার বিনিময়ে নিয়োগ দেওয়া হয়েছে। এতে দীর্ঘদিনেও বেতন না হওয়ায় ক্ষুব্ধ প্রার্থীরা অধ্যক্ষের কাছে ঘুষের টাকা ফেরত চায়। এ সময় কলেজে অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়। পরে নিয়োগ প্রার্থীরা অধ্যক্ষের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এছাড়াও কলেজের ৭ জন শিক্ষকের পদোন্নতির জন্য ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে অধ্যক্ষের বিরুদ্ধে।
প্রার্থীরা জানান, নিয়োগের তিন বছর অতিবাহিত হলেও এখন পর্যন্ত বেতন হয়নি। পরে জানতে পারি নিয়োগগুলো অবৈধ ছিল।
অধ্যক্ষ হাসান আলী বলেন, তাদের কাছ থেকে নেওয়া টাকার বিষয়টি ভিত্তিহীন।
আরও পড়ুন : লোহাগাড়ায় পুলিশবাহী গাড়ি-ট্রাকের সংঘর্ষে ৪ পুলিশ আহত
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও লোকমান ফকির মহিলা ডিগ্রি কলেজ পরিচালন পর্ষদের সভাপতি ইশরাত জাহান বলেন, টাকা লেনদেনের বিষয়টি জানা নেই। তবে এই বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ওডি/ ওএইচ
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড