আব্দুল্লাহ আল মামুন, ফটিকছড়ি (চট্টগ্রাম)
চট্টগ্রামের ফটিকছড়িতে কাভার্ড ভ্যানের চাপায় মো. মারুফ (১১) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলা সদর বিবিরহাটের ইদগা রোডের মোড়ে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত মারুফ ফটিকছড়ি পৌরসভার ৭নং ওয়ার্ডস্থ করম আলী সওদাগর বাড়ির মো. সেলিমের ছেলে। সে ধুরুং খুলশী লায়ন্স উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, মারুফ খেলা শেষে সাইকেল চালিয়ে যাচ্ছিল। এমন সময়ে বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যান তাকে চাপা দেয় এতে ঘটনাস্থলে সে মারা যায়।
স্থানীয় কাউন্সিলর মো. বেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত মারুফ সম্পর্কে আমার চাচাতো ভাই। সে খুবই শান্তশিষ্ট ও ভদ্র একটি ছেলে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে।
ওডি/এমএ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড