মো. রাফিকুর রহমান লালু, রাজশাহী
রাজশাহীতে রেলের জমিতে ধান লাগানোকে কেন্দ্র করে জহুরুল ইসলাম নামে এক রেলকর্মীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।
শুক্রবার (২৮ জানুয়ারি) দুপুরে নগরের ১৯নং ওয়ার্ড ভদ্রা রেল কলোনির পিছনে একটি ধানের জমিতে এ ঘটনা ঘটে।
নিহত জহুরুল ইসলাম রেলওয়ের চাঁপাইনবাবগঞ্জের আমনুরা স্টেশনের পোর্টাল পদে কর্মরত ছিলেন। তিনি শ্রমিক লীগের রেলওয়ে ওপেন লাইন শাখার সহ-সভাপতি। এছাড়াও তিনি ১৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও নগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল হক সুমন জানান, বাড়ির পেছনে রেলওয়ের একটি জমিতে চাষাবাদ করা নিয়ে রেলওয়ের আরেক কর্মী মতিয়ারের ছেলে সজীবের সঙ্গে জহুরুলের বিরোধ চলছিল। আজ দুপুরে রেলওয়ের ওই জমিতে ধান লাগানোকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে সজীব জহুরুলকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
চন্দ্রিমা থানার ওসি ইমরান আলী বলেন, জহুরুল ইসলাম ও সজীব দুজনেই রেলওয়ের কর্মচারী। কয়েক বছর ধরে এই জমিটিতে দুজন চাষাবাদ করে আসছিল। এ বছর জহুরুল একাই জমিতে ধান লাগাতে গেলে দ্বন্দ্ব বাধে। সে দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
তিনি আরও বলেন, এ ঘটনায় সজীবের বাবা মতিয়ারকে আটক করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। ঘটনার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন।
ওডি/জেআই
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড