নাজির আহমেদ আল-আমিন, ভৈরব (কিশোরগঞ্জ)
কিশোরগঞ্জের ভৈরবে গাঁজাসহ মাজহারুল ইসলাম বাবু (২৪) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব। এসময় একটি পিক-আপের কাঠের পাটাতনের নিচ থেকে ৮৪ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।
শুক্রবার (২৮ জানুয়ারি) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের টোল প্লাজার মোড় থেকে তাকে আটক করা হয়।
আটক মাজহারুল নেত্রকোনা জেলার পশ্চিম কাটলী এলাকার মৃত বাবুল মিয়ার ছেলে।
র্যাব জানায়, শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে- ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকা থেকে মাদক নিয়ে একটি পিক-আপ ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল ঢাকা-সিলেট মহাসড়কের টোল প্লাজার মোড়ে অভিযান পরিচালনা করে মাদক কারবারি মাজহারুল ইসলাম বাবুকে আটক করে। এসময় তার কাছ থেকে ৮৪কেজি গাঁজাসহ একটি পিক-আপ ভ্যান জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানায় র্যাব।
ওডি/জেআই
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড