এম. সালাহ উদ্দিন আকাশ, উখিয়া (কক্সবাজার)
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে ২০ হাজার ইয়াবাসহ হামিদ হোসেন (৩৩) নামে এক রোহিঙ্গাকে গ্রেফতার করেছে ৮ এপিবিএন।
বুধবার (২৬ জানুয়ারি) ভোর রাতে উখিয়ার বালুখালী ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-৯ ব্লকে এ অভিযান চালানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক পুলিশ সুপার মোহাম্মদ শিহাব কায়সার খান।
গ্রেফতার রোহিঙ্গা যুবক উখিয়ার বালুখালী ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-৯ ব্লকের মৃত আহম্মদ হোসেনের ছেলে।
পুলিশ সুপার শিহাব বলেন, বুধবার ভোর রাতে উখিয়ার বালুখালী ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-৯ ব্লকের বাসিন্দা জনৈক ব্যক্তির ঘরে মাদকের চালান মজুদের খবরে এপিবিএনের একটি দল অভিযান চালায়। এ সময় সন্দেহ বসত ঘরটি ঘেরাও করলে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে একজনকে গ্রেফতার করা হয়।
এ সময় ঘরটিতে তল্লাশি করে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২০ হাজার পিস ইয়াবা সদৃশ এ্যামফিটামিন ট্যাবলেট পাওয়া যায়। উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা।
আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানান এপিবিএন এর অধিনায়ক শিহাব কায়সার।
ওডি/এমএ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড