রুম্মান হাওলাদার, পিরোজপুর
পিরোজপুরের মঠবাড়িয়ায় ইমরান হাওলাদার (২২) নামে এক ব্যবসায়ীর ওপর কিশোর গ্যাংয়ের হামলা ও টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
সোমবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে দশটার দিকে উপজেলার মিরুখালী বাজারে এই ঘটনা ঘটে।
আহত সূত্রে জানা গেছে, উপজেলার মিরুখালী ইউনিয়নের ওয়াহেদাবাদ গ্রামের খলিলুর রহমান হাওলাদারের ছেলে ইমরান হাওলাদার মিরুখালী বাজারের ঠিকাদার আহমেদ আলিমের সাথে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছেন। সোমবার রাত সাড়ে দশটার দিকে ইমরান হাওলাদার শ্রমিকদের বেতন দেওয়ার জন্য আহমেদ আলিমের কাছ থেকে দুই লাখ টাকা নিয়ে নিজ বাসায় রওনা হন। পথিমধ্যে মিরুখালী বাজারের স্বঘোষিত ০০৭ নামের কিশোর গ্যাংয়ের লিডার রাকিবের নেতৃত্বে তারিকুল, নাফিন, হাফিজুর, মিজান সহ একদল কিশোর ধারালো অস্ত্র নিয়ে ইমরানের উপর হামলা চালায়। এ সময় কুপিয়ে তার দুই হাত গুরুতর জখম করে এবং তার সাথে থাকা দুই লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়।
ইমরান হাওলাদারকে রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আরও পড়ুন : নওগাঁয় অপরাধের রাজ্য গড়েছে সোনামুল গ্যাং
মঠবাড়িয়া থানার ওসি মুহা. নুরুল ইসলাম বাদল জানান, ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ওডি/এএম
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড