মাহবুবুর রহমান রানা, সাটুরিয়া (মানিকগঞ্জ)
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আরা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
সাটুরিয়া সদরের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মামুন উর রশিদ মঙ্গলবার (২৫ জানুয়ারি) বিকালে এই তথ্য নিশ্চিত করেছেন।
উপজেলা কার্যালয় সূত্রে জানা গেছে, গত সেপ্টেম্বরে যোগদানের পর থেকেই করোনা প্রতিরোধে সম্মুখযোদ্ধা হিসাবে কাজ করে যাচ্ছেন সাটুরিয়া ইউএনও শারমিন আরা। বর্তমানে তিনি করোনায় আক্রান্ত হয়ে বাসায় আইসোলেশনে রয়েছেন।
আরও পড়ুন : শিবচরে বালুবাহী ট্রাকচাপায় শিশুর মৃত্যু
এ দিকে, ইউএনও শারমিন আরা করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে অধিকারকে বলেন, ‘আমার মেয়ে, আমার বোন ও বোনের মেয়েসহ ৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাসায় আইসোলেশনে আছি। আমাদের জন্য সবাই দোয়া করবেন।’
একই সাথে মাস্ক পড়ে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সাটুরিয়াবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ইউএনও শারমিন আরা।
ওডি/নিলয়
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড