হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির মিঠুকে দুর্নীতির মামলায় গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুরে তাকে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়। এর আগে সোমবার দিবাগত রাতে নিজ বাসভবন থেকে তাকে আটক করে ভূরুঙ্গামারী থানা পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন জানান, ২০১৮ সালে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর একটি মামলায় পাথরডুবি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হুমায়ুন কবির মিঠুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারী করে। সেই মামলাতেই তাকে গ্রেফতার করে মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ওডি/জেআই
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড