শাকিল মুরাদ, শেরপুর
গোসল করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শেরপুরের শ্রীবরদী উপজেলায় নুরুজ্জামান (৫০) নামে এক ইটভাটা শ্রমিক নিহত হয়েছেন।
সোমবার (২৪ জানুয়ারি) বিকালে উপজেলার খোশালপুর এলাকার মনিরা অটো ব্রিকস নামক ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে।
নুরুজ্জামান পার্শ্ববর্তী বকশীগঞ্জের গোয়ালগাঁও পশ্চিমপাড়া এলাকার মৃত আমজাদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, দুপুরের পর নুরুজ্জামান কাজ শেষ করে ইটভাটায় টিউবওয়েলে গোসল করতে যান। ওই সময় আগে থেকেই বিদ্যুতের ছেঁড়া তার পড়ে পুরো টিউবওয়েল পাড় বিদ্যুতায়িত হয়ে ছিল। পরে নুরুজ্জামান অজান্তেই সেখানে গোসলের জন্য বালতিতে থাকা পানিতে মগ দিলে বিদ্যুৎস্পৃষ্ট হন। এরপর বিষয়টি বুঝতে পেরে ইটভাটার অন্যান্য শ্রমিকসহ আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন : মানিকগঞ্জে থামছেই না অবৈধভাবে বালু উত্তোলন
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত আবুল হাশিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
ওডি/নিলয়
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড