আবু সালেহ্ মুছা, শিবচর (মাদারীপুর)
মাদারীপুরের শিবচরে রাস্তা থেকে তুলে নিয়ে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে নাহিদ শেখ (২৮) নামের মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২২ জানুয়ারি) রাতেই এস আই বরুনের নেতৃত্বে শিবচর থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে নাহিদ শেখকে গ্রেফতার করে। তবে আরিফ হাওলাদার এখনো পলাতক রয়েছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সকালে ওই শিক্ষার্থী নিজ বাড়ি থেকে পায়ে হেঁটে মালের হাটবাজারে যাওয়ার পথে সকাল সাড়ে নয়টার দিকে শিবচর থানাধীন সন্যাসীরচর ইউনিয়নের বিনা কোম্পানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে তার পূর্বপরিচিত আশিক মাদবর সাথে দেখা হলে তারা রাস্তার ওপর দাঁড়িয়ে কথা বলা শুরু করে।
এ সময় নাহিদ ও একই গ্রামের তারা মিয়া হাওলাদারের ছেলে আরিফ হাওলাদার একটি নীল রংয়ের মোটরসাইকেল নিয়ে বিভিন্ন ভয়-ভীতি ও হুমকি-ধমকি দিয়ে জোরপূর্বকভাবে ওই শিক্ষার্থীকে মোটরসাইকেলে উঠিয়ে সন্যাসীরচর ইউনিয়নের মাদবর কান্দি এলাকার হারুন শেখের কলাবাগানে নিয়ে যায়।
পরে নাহিদ শেখ তার সাথে থাকা আরিফ হাওলাদারকে দূরে সরিয়ে দিয়ে ওই শিক্ষার্থীকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ওই শিক্ষার্থী ধস্তাধস্তির একপর্যায়ে চিৎকার দিলে আশপাশ থেকে লোকজন চলে আসে। ততক্ষণে আসামি নাহিদ কলাবাগান থেকে দৌড়ে পালিয়ে যায়।
পরে শিবচর থানার উপ-পরিদর্শক বরুন হীরার নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে উপস্থিত হয়ে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে শিবচর থানায় নিয়ে আসে।
শনিবার রাত সোয়া ৮টার দিকে শিবচর থানায় মামলা করেন ওই শিক্ষার্থীর ভাই। রবিবার সকালে ডাক্তারি পরীক্ষার জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানোর কথা জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন : মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় করোনায় ৪১ জন আক্রান্ত
শিবচর থানার ওসি মো. মিরাজ হোসেন বলেন, ওই শিক্ষার্থীর ভাই বাদী হয়ে মামলা করেছে। সকালে খবর পেয়ে পুলিশ এলাকা পরিদর্শন করে। মামলা দায়েরের ৩ ঘণ্টার মধ্যে রাতেই ধর্ষককে গ্রেফতার করা হয়েছে। সকালে ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ওডি/এসএ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড