রফিক খান, মানিকগঞ্জ
মানিকগঞ্জে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে ৪১ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৪৪৫ জনে। তবে গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি।
রবিবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টার দিকে মানিকগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. কনক মাশরাফি এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় ১১৬ জনের শরীরের নমুনা পরীক্ষা করা হলে এদের মধ্যে ৪১ জন করোনা পজিটিভ হয়েছেন।
তিনি জানান, মানিকগঞ্জ সদর উপজেলায় ২২ জন, ঘিওর উপজেলায় ৫ জন, দৌলতপুর উপজেলায় ৪ জন, সাটুরিয়া ও হরিরামপুর উপজেলায় ৩ জন এবং সিংগাইর ও শিবালয় উপজেলায় ২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তরা বিভিন্ন হাসপাতাল ও নিজ বাড়িতে আইসোলশনে থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন।
আরও পড়ুন : শিবচরে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণ
এ জেলায় করোনা ভাইরাসে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৮হাজার ৪শ ৪৫ জন, মোট সুস্থ হয়েছেন ৮১০১ জন, মোট মৃত্যু হয়েছে ১২৬ জন, ২৪ ঘণ্টায় ১০৮ জনের স্যাম্পল নেওয়া হয়েছে, মোট স্যাম্পল নেওয়া হয়েছে ৫০০১৬ জন রোগীর।
ওডি/এসএ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড