তারেক রহমান, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ-সোনা মসজিদ মহাসড়কের রানিহাটি এলাকায় ট্রাক-মাহিন্দ্রার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
রবিবার (২৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার রানিহাটি কলেজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কানসাট ইউনিয়নের বিশ্বনাথপুরের মৃত বাবুল সাহার ছেলে জয়দেব সাহা (৩২) ও পুখুরিয়া গ্রামের মাহিন্দ্রা চালক আবু বাক্কারের ছেলে হানিফ আলী (৩০)। আহতরা হলেন- নিহত জয়দেব সাহার মা চন্দনা সাহা ও ভাই সেনাবাহিনীতে কর্মরত সুব্রত সাহা।
নিহত জয়দেব সাহার আত্মীয় সঞ্জয় সাহা জানান, সকাল পৌনে ১০টার দিকে মায়ের চিকিৎসার জন্য মাহিন্দ্রাযোগে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল জয়দেব সাহা, তার মা চন্দনা সাহা ও ভাই সুব্রত সাহা।
এ সময় রানিহাটি কলেজ মোড় এলাকায় পৌঁছালে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা সোনা মসজিদ স্থলবন্দরগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রার চালক ও অপর তিন যাত্রী গুরুতর আহত হয়। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় যাত্রী জয়দেব সাহা ও মাহিন্দ্রা চালক হানিফ আলী মারা যান। আহতদের হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছে।
আরও পড়ুন : আগুনে পুড়ল ফায়ার সার্ভিসের গাড়ি
শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ট্রাক ও মাহিন্দ্রাটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক পালিয়েছে।
ওডি/এএম
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড