এস. এম. মিজানুর রহমান, ভালুকা (ময়মনসিংহ)
ময়মনসিংহের ভালুকা উপজেলায় মোটরসাইকেলের চাপায় শফিকুল ইসলাম (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন।
শনিবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে ভালুকা উপজেলার ভরাডোবা ইউনিয়নের ভরাডোবা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।
নিহতের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মৃত হালিম উদ্দিনের ছেলে।
ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ৭টার দিকে ভরাডোবা বাসস্ট্যান্ড এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় শফিকুল ইসলাম নামের এক পথচারীর মৃত্যু হয়। পরে খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার আল মামুনের নেতৃত্বে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।
আরও পড়ুন : মানিকগঞ্জে আ. লীগের ৯ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার
ভালুকা হাইওয়ে পুলিশের এসআই রেজাউল করিম মুঠোফোনে দৈনিক অধিকারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওডি/এফই
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড