শাহ আলম, গোয়াইনঘাট (সিলেট)
গোয়াইনঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৫ জন পরোয়ানাভূক্ত আসামিকে আটক করা হয়েছে।
শুক্রবার (২২ জানুয়ারি) গোয়াইনঘাটের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃত আসামীরা হলো- আল আমিন, আব্দুল মাতিন, ফখরুল ইসলাম, খোকন আহমদ ও তাজুল ইসলাম।
থানা পুলিশ সূত্রে জানা যায়, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন (পিপিএম)'র সার্বিক নির্দেশনায় গোয়াইনঘাট অফিসার ইনচার্জ পরিমল চন্দ্র দেবের নেতৃত্বে গোয়াইনঘাট থানার এসআই প্রলয় রায়, এসআই লিটন রায়, এসআই মাছুম, এসআই মতিউর রহমান, এএসআই মোস্তাক আহমদসহ সঙ্গীয় ফোর্সসহ পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আরও পড়ুন : বরগুনায় যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ১২
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ পরিমল চন্দ্র দেব পৃথক অভিযানে ৫ আসামি আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আটককৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।
ওডি/এসএ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড