আতিয়ার রহমান, দৌলতপুর (কুষ্টিয়া)
গভীর রাতে ড্রাম ট্রাকের ধাক্কায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় উজ্জ্বল হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (২১ জানুয়ারি) সকালে ময়না তদন্তের জন্য নিহত উজ্জ্বলের লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এর আগে বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার আল্লারদর্গা বাজারে এ দুর্ঘটনা ঘটে।
উজ্জ্বল পার্শ্ববর্তী ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া গ্রামের খতিবুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, বৃহস্পতিবার গভীর রাতে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি সাতবাড়িয়ায় ফিরছিল উজ্জ্বল। পথে আল্লারদর্গা মধ্যবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাক তার মোটরসাইকেলটিতে ধাক্কা দেয়। এতে সড়কের ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই উজ্জ্বল মারা যান।
আরও পড়ুন : পঞ্চগড়ে বিএনপির ছয় নেতাকর্মীর জেল
পরে খবর পেয়ে রাতেই দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। এ ছাড়া ময়না তদন্তের জন্য নিহতের লাশ শুক্রবার মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় দৌলতপুর থানায় একটি মামলা করা হয়েছে।
ওডি/নিলয়
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড