আব্দুর রউফ রুবেল, গাজীপুর
ইটবাহী ট্রাকের চাপায় গাজীপুরের শ্রীপুর উপজেলায় রাসেল (২৪) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকাল ৮টার দিকে শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের বলদীঘাট এলাকার বারেক মেম্বারের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
রাসেল কাওরাইদ ইউনিয়নের গলদাপাড়া গ্রামের খোকা বেপারীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী ভালুকা উপজেলার একটি পোশাক কারখানায় চাকরি করতেন রাসেল। প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার সকাল ৮টার দিকে কারখানার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তিনি। পথে কারখানায় যাওয়ার সময় বলদীঘাট এলাকার বারেক মেম্বারের বাড়ির সামনে পৌঁছালে ইটবাহী একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন : জামালপুরে নতুন করে ৩৯ করোনা শনাক্ত
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন অধিকারকে সড়ক দুর্ঘটনায় যুবক নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ট্রাকচাপায় ঘটনাস্থলেই রাসেলের মৃত্যু হয়। ঘাতক ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
ওডি/নিলয়
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড