রফিকুল ইসলাম রফিক, গাইবান্ধা
গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রতারক চক্রের সক্রিয় সদস্য আল আমিন (২৬) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৯ জানুয়ারি) বিকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন।
এর আগে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ভোলা জেলার দৌলতখান উপজেলার সৈয়দপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। প্রতারক চক্রের সদস্য আল আমিন ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
ওসি ও স্থানীয় সূত্রে জানা যায়, চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ওসির মোবাইল নাম্বার ক্লোন করে। পরে গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউপির নৌকা প্রতীকের প্রার্থী রেজওয়ান মুন্সিকে ফোন করে ভোটে জয়ের প্রলোভন দেখিয়ে দুই লক্ষ টাকা বিকাশের মাধ্যমে দাবি করে। বিষয়টি রেজওয়ান মুন্সির সন্দেহ হলে তিনি পুলিশকে জানান।
আল আমিন প্রতারক চক্রের সক্রিয় সদস্য। এই চক্রের মূল হোতাকে গ্রেফতারের পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি।
ওডি/এমএ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড